সমস্ত মানসিক ঘটনার জন্য দায়ী অনুষদের সেটকে মন বলে। এই অনুষদের মধ্যে চিন্তা, কল্পনা, স্মৃতি, ইচ্ছা এবং সংবেদন ইত্যাদি অন্তর্ভুক্ত।
According to Neurologis,
"মনের অবস্থান মাথায় বা মস্তিষ্কে"।
"মনের অবস্থান মাথায় বা মস্তিষ্কে"।
According to Cardiologist,
"মনের অবস্থান হৃপযন্ত্রে"।
According to Economist,
"মনের অবস্থান টাকায় আর টাকা থাকে ব্যাংকে" তাই, "মনের মূল অবস্থান ব্যাংকে"।
According to Poets,
"মন থাকে হৃদয়ে আর হৃদয় থাকে অন্যের কাছে" অর্থাৎ, মনের মূল অবস্থান অন্যের কাছে।
According to Psychologist,
"মন নদীর মতো। যার অচমকা ভাঙ্গন হয় তেমনি মানুষেরও মন ভাঙ্গে। আবার নদীতে চড় পড়ে, নদী আটকে যায়। তেমনি আমাদেরও মাঝে মাঝে চড় পড়ে... আমাদেরও মন থমকে যাই, আমরা বিষন্ন হই, আমাদের মনটা চাপের মধ্যে পড়ে যায়। নদীতে ঝড় হয়, আমাদের মনেও মাঝে মাঝে ঝড় হয়। আর সাধারণ ভাবে আমরা নদীকে যতটা অগভীর ভাবি প্রকৃতপক্ষে নদী তার চেয়ে বেশি গভীর হয়। মনও তেমনি মন যতটা দেখতে বা বুঝতে পারা যায় মন তার চেয়ে অনেক বেশি গভীর মন। যাকে দুই ভাগে ভাগ করে। যথা:
১. চেতন মন (Conscious Mind) এবং
২. অবচেতন মন (Sub - Conscious Mind)
আমরা কখনই মনের জন্য একটা নির্দিষ্ট সংজ্ঞা দিতে পারি না... কারণ মন যার যারটা তার তার...