Thursday, 2 September 2021

করোনার এই প্রকট মূহুর্তে অর্থ উপার্জনের আশা দিচ্ছি, প্রয়োজন ধৈর্য্য।

করোনার এই প্রকট মূহুর্তে অর্থ উপার্জনের আশা দিচ্ছি। প্রয়োজনীয় উপকরণ:- ধৈর্য্য, ভালো মানের মোবাইল/কম্পিউটার, ইন্টারনেট আর কাজের দক্ষতা।


কি অবাক হচ্ছেন? অবাক হবেন না, আজ জানবেন কিভাবে অর্থ উপার্জন করবেন এই প্রতিকূল মূহুর্তে।

আমরা প্রত্যেকেই বিগত কিছু বছর যাবৎ ফ্রিল্যান্সিং - এর কথা শুনে আসছি। এমন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, "চাকরি নয়, ফ্রিল্যান্সার হও"


তবে আসলো কি এই ফ্রিল্যান্সিং? কেন করবো এই কাজ? আর এই কাজের সবচেয়ে বড় মার্কেটির নাম কি?


পর্ব - ১
ফ্রিল্যান্সিং অর্থ "মুক্তিপেশা"। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের এবং দেশের বাহিরের অনলাইন ভিত্তিক কাজের চাহিদাগুলো পূরণ করে তার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জনের প্রক্রিয়াই ফ্রিল্যান্সিং।

কেন করবেন ফ্রিল্যান্সিং?
যুগের পরিক্রমায় দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সাথে বৃদ্ধি পাচ্ছে উচ্চশিক্ষিত মানুষের হার তবে লক্ষ্য করলে দেখতে পাবেন উচ্চশিক্ষিত মানুষদের হারের বিপরীতে চাকরি ক্ষেত্রের হার কোনো ভাবেই বৃদ্ধি পাচ্ছে না। আর এই চাকরি ক্ষেত্রে নতুনদের জন্য বিস্তৃতক্ষেত্র তৈরি করা এতোটাও সহজ কাজ নয় একটি দেশের সরকারের জন্য। তাই চাকরির প্রতি নির্ভরশীল কমিয়ে আমাদের নিজের দক্ষতার প্রতি উদারতা প্রকাশ করে হবে। নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যার অন্যতম মাধ্যম হতে পারে ফ্রিল্যান্সিং। আবার আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, এই করোনা মহামারিটির কারণে বিশ্বের প্রতিটি দেশে প্রচুর মানুষ মারা গিয়েছে আর সৃষ্টিকর্তা দয়াতে যারা বেঁচে আছেন তাদের অনেকেই চাকরি হাড়িয়েছেন যা তাদের জীবনে ঝুঁকি মধ্যে পতিত করেছে অনেকটাই। তবে যাদের অতিরিক্ত দক্ষতা আছে তারা কখনই বেকার সময় নষ্ট করে না তারা ঠিকই নিজের দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে একটি নতুন কর্মের সূচনা ঘটায়। যাদের আগে থেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা আছে তারা চাকরিচুত হওয়া পর থেকেই ফ্রিল্যান্সিং করা শুরু করেছেন তাদের মাসিক বেতন হতো আগের চাকুরি থেকে ভালো। মূলত, ফ্রিল্যান্সিং মানুষকে মুক্তভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দেয়।

ফ্রিল্যান্সিং - এর বর্তমানে সবচেয়ে বড় মার্কেট কোনটি, জানেন?

না, জানলে পড়তে থাকুন। পড়তে পড়তে জেনে যাবেন।
ফ্রিল্যান্সিং - এর অনেক ক্ষেত্রে রয়েছে এর বিস্তৃর অকল্পনীয়। তবে, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং - এর সবচেয়ে জায়েন্ট মার্কেট  "ডিজিটাল মার্কেটিং"।


পর্ব-২
এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি?

সহজ ভাষায় বলা চলে, ব্যবসায় মুনাফা অর্জনের জন্য যে মার্কেটিং করা হয় তার ডিজিটাল রূপকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।

ধরে নিন, আপনার একটি ছোট্ট কাপড়ের ব্যবসা আছে এবং আপনি চাচ্ছেন আপনার ব্যবসায়টির সম্পর্কে মানুষ জানুক। কিন্তু, কোনো ভাবেই আপনি ব্যবসায় মুনাফা অর্জন বা মানুষকে জানাতে পারছেন না। ঠিক তখনই ডিজিটাল মার্কেটিং - এর প্রয়োজন হবে। কারণ, বর্তমানে ক্রেতারা শারীরিকভাবে দোকানে যাওয়া থেকে ঘরে বসে ক্রয় করতে বেশি পছন্দ করে। আর বর্তমান মানুষ তার জীবনে অনেকটা সময় Google, facebook, Instagram, WhatsApp ইত্যাদি আরো অনেক সামাজিক মাধ্যম গুলোতে ব্যয় করে। আপনি যদি আপনার ব্যবসায়ের মার্কেটিং - টা ঐ সকল সামাজিক মাধ্যমে ঠিক প্রচার করেন তাহলে আপনার ব্যবসায়ের পরিচিতি সৃষ্টি হবে পাশাপাশি মুনাফাও অর্জনের সফলতা লাভ করেন।

আগামী পূর্বে ডিজিটাল মার্কেটিং - এর ভিন্ন শ্রেণি নিয়ে আলোচনা করা হবে।

পর্ব - ৩
মূলত, ব্যবসায় মুনাফা অর্জনের জন্য যে মার্কেটিং করা হয় তার ডিজিটাল রূপকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। এর মধ্যে অন্যতম:-

১. কনটেন্ট মার্কেটিং
২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৩. সার্চ ইঞ্জিন মার্কেটিং
৪. সোসাল মিডিয়া মার্কেটিং
৫. ইমেইল মার্কেটিং
৬. এসএমএস মার্কেটিং
৭. ওয়েব এনালাইটিক্স 

আজ আমরা কনটেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা করবো... 



কনটেন্ট মার্কেটিং: 
ব্যবসায়ের প্রচারে কনটেন্ট একটি অতিভ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, কোনো পণ্য ক্রেতার নিকট বিক্রয় করার জন্য ক্রেতাকে বুঝাতে হবে কেন আপনার পণ্যটি বাজারের অন্য সকল পণ্য অপেক্ষা সেরা। ক্রেতাকে বুঝানোর এই প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে ব্লগ, পোস্ট, ছবি কিংবা ভিডিও - র মাধ্যমে প্রচার করার প্রক্রিয়াকে কনটেন্ট মার্কেটিং বলে। 

কেন কনটেন্ট মার্কেটিং করবেন?
ধরে নিন, আপনি টিভি - তে একটি অনুষ্ঠান উপভোগ করছেন। হঠাৎ - ই একটা প্লট বা ফ্ল্যাট ক্রয়ের বিজ্ঞাপন দিয়েছে, আর আপনার এখন প্লট বা ফ্ল্যাট কেনার কোনো পরিকল্পনাই নাই। একটু ভাবুন তো এই এই বিজ্ঞাপন আপনার কোনো কাজে আসবে কি না? 

এবার আবার কল্পনা করুন, আপনি ইউটিউবে বার্গার কিভাবে বানায় তার ভিডিও দেখছেন তার মাঝেই একটা ইউটিউবে একটা বিজ্ঞাপন দিলো কোনো সসটা বার্গারের জন্য বেস্ট হবে। 

এবারা চিন্তা করুন দুইটা বিজ্ঞাপনের মধ্যে কোনটা আপনার বেশি উপকার করলো। অবশ্যই উত্তর হবে দ্বিতীয়টা কারণ এটা আপনার দরকার ছিলো। 

কনটেন্ট মার্কেটিং - টাও ঠিক এমন ক্রেতার পছন্দের প্রয়োজনীয় জিনিস গুলোকে ব্লগ, পোস্ট বা ভিডিও আকারে ক্রেতাকে সেবা দেয় ও ক্রয় করতে প্রলোভিত করে থাকে।
পর্যায়ক্রমে আমারা বাকী বিষয় সম্পর্কেও বিস্তারিত জানবো।
ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকবেন। 
আস-সালামু আলাইকুম।

No comments:

Post a Comment

ABOUT SHAHPARAN ROWNAK