চিত্রশিল্পের সাথে সামরিক বাহিনীর এক কাল্পনিক মিলন
আজ কোনো এক অকারণে আমার রং-তুলিগুলো দেখছিলাম পাইচারি করতে করতে। হঠাৎ, রং-তুলি আর চিত্ৰশিল্পীর সাথে সামরিক বাহিনীর একটা অতি সাধারণ বৈচিত্ৰ্যময়তা আবিষ্কার করলাম। কেমন?
আমার মনে হলো, যুদ্ধ ও এক প্রকার শিল্প/আর্ট।
যেখানে,
'অঙ্কন কাগজ' হলো "যুদ্ধক্ষেত্ৰ"।
'রং' হলো "বিভিন্ন বৈচিত্ৰ্যময়ী অস্ত্র"।
'তুলি' হলো "শৃংখলিত সৈনিক দল"।
'শিল্পী' হলো "উচ্চপদস্থ কমিশন অফিসারগণ"।
এটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক মনে হবে আপনার কাছে আমি বলতে পারছি না তারপরও আপনাদের মাঝে মুক্তভাবে ব্যক্ত করলাম। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যৌক্তিক কিংবা অযৌক্তিকতা মন্তব্যে প্রকাশ করে জানাবেন।
[একান্তই নিজস্ব চিন্তা]
English Translation:-
An Imaginary Union of the Military with Art
Today, for some reason, I was looking at my paintbrushes while walking. Suddenly, I discovered a diversity of the army with colors, brushes and Artists. How?
I think, War process is a kind of Art.
Like,
'Canvas' is "The War Zone"
'Color' is "A Variety Of Weapons".
'Brush' is "A Chained Soldier".
'Artist' is "The Commissioned Officers".
I can't tell you how logical or unreasonable it would seem, yet I have expressed it freely among you. If I make a mistake, look at it with an apologetic look and express your logic or irrationality in the comments.
[Exclusively own thinking]
No comments:
Post a Comment