মন্তব্য ছকে নম্রতা
মন্তব্য ছক কিছু সংখ্যক মানুষকে ভদ্রতা/নম্রতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ।
মনে করেন একজন গুণী ব্যক্তি/আত্নীয় বা ধরেন একজন বিসিএস ক্যাডার যার আইডির নাম কখগ {যেহেতু দেশের সবচেয়ে মেধাবী মানুষ ও উচ্চপদস্থ সম্মানিত পদগুলো এখানে (বাংলাদেশ)} তিনি আপনার পোষ্টে বা ছবিতে কিছু একটা মন্তব্য করলো তখন তাঁর প্রতিউত্তরটি কিভাবে করবেন?
আমি যত জায়গায় যত বার এই বিষয়টা দেখেছি তার অধিকাংশ সময়ই প্রতিউত্তর হয় এমন,
কখগ (Facebook algorithm-এর কারণে Bold হরফে লেখা থাকে) ব্লা ব্লা ব্লা (আপনার প্রতিউত্তর)।
উদাহরণ -
মন্তব্য: কখগ - চমৎকার।
প্রতিউত্তর: কখগ ধন্যবাদ। (এমন কিছু একটা)
এখন কথা হলো যিনি মন্তব্য টা করছে তিনি তো আপনার মা-বাবা, ভাই-বোন বা আত্মীয় কিংবা শিক্ষক/গুরু। সামনাসামনি হলে তো মা-বাবা, আপু-ভাইয়া, চাচ্চু-চাচি, স্যার-স্যার করে নামের সম্মান প্রদর্শন করে গলা ফাঁটাইয়া ফেলতেন তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঐ সম্মান কোথায় যায়?
যাকে সম্মান করবেন তাকে করার মতো করেন, দেখানো সম্মান এখন সবাই করে। যদি আসলেই সম্মান প্রদর্শন করেন তাহলে সঠিক সম্বোধনের মধ্যমে করেন তাতে একটা সৌন্দর্য পরিলক্ষিত হবে।
আজ থেকে প্রতিউত্তর গুলো এভাবে দেওয়ার অনুশীলন করুন,
প্রতিউত্তর কি টিপ দিলে তো আইডির নাম স্বয়ংক্রিয়ভাবে মন্তব্য ছকে দেখাবে তারপর আপনার সাথে ঐ ব্যক্তির সম্পর্ক যা তা দিয়ে সম্বোধন করুন, (তারপর একটা কমা দিতে পারেন) এবার আপনার উত্তরটি দিন।
উদাহরণ:-
মন্তব্য: কখগ - চমৎকার।
আপনার প্রতিউত্তর : কখগ স্যার, ধন্যবাদ। ❤️
এভাবে উত্তর দিলে নিজের কাছেই ভালো লাগবে একবার করেই দেখুন।
Mind Satisfaction is the most important and precious thing in the world. 💝
যদিও অনেকের কাছে বিষয়টা সাধারণ দৃষ্টিতে বিষাক্ত/খারাপ মনে নাও হতে পারে, তবে হতেই বা কতক্ষণ?
আমি যদি ভুল কিছু লিখি তাহলে আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোবাসা। 🥰
#Comments_Section_Politeness
English Translation:
Comments Section Politeness
The comment section is taking some people away from politeness/humility.
How do you think a talented person / relative or a BCS cadre whose ID is called XYZ {since the most talented people in the country and high-ranking dignitaries are here (Bangladesh)} made a comment in your post or photo?
Most of the time I've seen this thing in places where the answer is,
XYZ (written in Bold because of the Facebook algorithm) Blah blah blah (your reply).
Example -
Comment: XYZ - Excellent.
Reply: Thank you very much. (Something like that)
Now the person who is making the comment is your parents, siblings or relatives or teacher / guru. If it was face to face, then mother-father, brother-in-law, uncle-aunt, sir-sir would show respect by name and then would break their throats, then where does that respect go on social media?
You do what you want to do with respect, now everyone shows respect. If you really show respect, if you do it through the right address, there will be a beauty in it.
Practice giving answers like this from today,
If you tip the answer key, the name of the ID will automatically appear in the comments table, then address the person's relationship with you, (then you can give a comma). Now give your answer.
Example: -
Comment: XYZ- Excellent.
Your reply: XYZ sir, thank you. ❤️
If you answer in this way, you will like it once.
Although to many it may not seem toxic / bad in general, but for how long?
Mind Satisfaction is the most important and precious thing in the world.
No comments:
Post a Comment