"বিশ্ব মা দিবস"
আমি বোধ করি, পৃথিবীতে যদি এমন কোনো শব্দ থেকে থাকে যা উচ্চারণ করার মাধ্যমে মনে প্রশান্তি বয়ে, তাহলে সেই শব্দটি হলো "মা", "আম্মু" বা "আম্মা"।
"মা" আর সন্তানের মাঝে নাড়ির টান যা "মা" ছাড়া অন্য কেউ অনুভব করতে সক্ষম নয়।
"মা"- রা নিমগাছের ন্যায়।
কারণ, নিমগাছের অগ্রভাগের ছোট্ট পাতা থেকে পশ্চাৎ ভাগের শিশু শিকড় পর্যন্ত যা আছে সব উপকারি ও মহা ঔষধি। কিন্তু ইনি এমন এক গাছ যাকে দরকার ছাড়া কেউ তার দিকে ফিরেও তাকায় না। গাছটি গোড়ায় কেউ পানি দিতে যায় না, বয়সের ছাপ প্রকাশ পায় তার গোড়া দেখলে, পাতা পড়ে - পঁচে স্তুপ পরিষ্কার করার কেউ নেই। কিন্তু নিমগাছ মোটেও স্বার্থপর নয়। গাছটি তার সর্বোচ্চ সীমা ত্যাগ করে মানুষের মঙ্গলের জন্য। সে কথা না বললেও তার আচরণে একটা কথা প্রকাশ পায় তা হলো, "সে আপনজনকে ভালো রাখতে নিজেকে ত্যাগ করে।"
বিশ্বে বুকে যত মা ছিল, আছে এবং হবে প্রত্যেকেই হবে নিমগাছের ন্যায়। সন্তানদের দিকে তাকিয়ে কত জনের কত কথা হজম করে যান তারা, কত কষ্ট করে সন্তানদের লালন-পালন করেন, কিন্তু আমরা প্রায়ই নিজে জেনে কিংবা না জেনে, বুঁজে বা না বুঁজে খারাপ ব্যবহার করে ফেলি যা কখনই কাম্য নয়।
মায়েরা শত কষ্টের বিনিময়ে কিছু চায় না শুধু প্রার্থনা করে সন্তানরা যেন সুস্থ ও দুধে-ভাতে জীবন নির্বাহ করে।
"মা" কে নিয়ে কথা বলার যোগ্যতা বা দক্ষতা আমার নেই।
আমার আম্মু যিনি ভোর ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত নিরলস কর্মময়ী নারী। যার ইচ্ছে অনুযায়ী আমি এখনো কিছু করে উঠতে পারি নি। তবে ইচ্ছে আছে আম্মুর সামনে দিনে গুলো আনন্দমন্ডিত করার। আম্মু যা কিছু ত্যাগ করেছে তার প্রতিদান যোগ্যতা আমার নেই বিশ্বের সর্বোচ্চ সনদ অর্জন করলের সেই যোগ্যতা হবে। কারণ, "মা" শুধুই "মা"।
ইসলাম ধর্ম "মা"- দের দিয়েছে সর্বোচ্চ সম্মান।
"মায়ের পায়ের নিচে সন্তানে বেহেশত"
-হযরত মুহাম্মদ (সাঃ)
বিশ্বে প্রত্যেক "মা"- কে হৃদয় বিজড়িত শুভেচ্ছা।❤
পরিশেষে, সকল পাঠকের প্রতি আমার আকুল অনুরোধ: আসুন আমার একটি নির্দিষ্ট দিনে মা - বাবা দিবস পালন না করি প্রতিদিন ভালো কিছু করি। কারণ তাদের ঋণ অপরিশোধ যোগ্য।
তাই আগামী সালাত বা প্রার্থনা থেকে আসুন মা - বাবার জন্য দোয়া করি।প্রত্যেক সালাতের শেষ বৈঠকে সকল দোয়া পড়ার পর মহা আল্লাহ-র (মা-বাবার জন্য) শিখিয়ে দেওয়া দোয়াটি অবশ্যই পড়বেন। অন্তরে প্রশান্তি মিলবে।❤️
সকল ধর্মের মানুষেরই এই কাজটি করা উচিত।
English Translation
"World Mother's Day"
I think, if there is a word in the world that brings peace of mind through pronunciation, then that word is "mother", "mother" or "mother".
There is a tension between the "mother" and the child that no one but the "mother" can feel.
"Mothers" are like neem trees.
Because, from the small leaves at the front of the neem tree to the baby roots at the back, all that is there is beneficial and great medicine. But this is a tree that no one looks back at unless they need to. No one goes to water the tree at the beginning, the impression of age is seen at the base, the leaves fall - there is no one to clean the rotten pile. But neem is not selfish at all. The tree leaves its maximum for the good of man. Although he did not speak, one of the things he said in his behavior was, "He sacrifices himself to keep his family well."
As many mothers as there were in the world, there are and will be, everyone will be like a neem tree. Looking at the children, how many people digest how much they talk, how hard they take care of the children, but we often misbehave knowingly or unknowingly, knowingly or unknowingly, which is never desirable.
Mothers do not want anything in return for hundreds of hardships, they just pray that their children will be healthy and live on milk and rice.
I don't have the ability or skill to talk about "mother".
My mother who is a relentless working woman from 5 am to 12 midnight. I haven't been able to do anything yet. But I want to enjoy the days in front of my mother. I don't deserve to be rewarded for what my mother has left behind. Because, "mother" is just "mother".
Islam has given the highest respect to "mothers"
"Heaven in the child under the feet of the mother"
- Hazrat Muhammad (SAW)
Greetings to every "mother" in the world.
Finally, my earnest request to all readers, let's not celebrate Mother's Day on a certain day but do something good every day. Because their debts are unpaid.
So from the next salat or prayer, let's pray for parents.
After reciting all the prayers at the last sitting of each prayer, one must recite the prayers taught by Almighty Allah (for parents). There will be peace in the heart. People of all religions should do this.
Happy mothers day. Mother is like a tree. Who always gives Shadow to her children's. Love you mom
ReplyDeleteLove & Respect for all mothers. ❤️
Delete