প্রেম হল অন্য কোন ব্যক্তির প্রতি কোন ভালোবাসার অনুভূতি, বা কোন দৃঢ় আকর্ষণ, এবং এসকল বিষয়ের ফলে সৃষ্ট আবেগ-অনুভূতি প্রকাশের উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক বিয়ের নিমিত্তে বিবাহপূর্ব সম্পর্ক গঠনকারী আচরণাবলি প্রকাশের পদক্ষেপ গ্রহণ করা।
প্রেমের স্থায়ীত্বকাল কত দিন?
প্রেমের স্থায়ীত্বকাল তিন মাস।-মানিক বন্দ্যোপাধ্যায়
বিজ্ঞান কি বলে?
বিজ্ঞানের মতে, প্রেমে স্থায়ীত্বকাল চার বছরের কিছু বেশি।
তারপর কোনো এক প্রান্তরে শেষে সে প্রেম ফিরে পেতে চায় তার পূর্ব বন্ধুত্বতা।
তাহলে,
বন্ধুত্বতা কি?
Friendship is the only cement that can always keep the world together.
-Woodrow Wilson.
Friendship is nature's greatest creation.
-Emerson
বন্ধুত্ব গড়তে ধীরগতি হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
-Emerson
বন্ধুত্ব গড়তে ধীরগতি হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
-সক্রেটিস
বর্তমানে প্রেম এক অভিজাত্যত বটে, তবে তার স্থায়ীত্বকালের বড়ই অভাব।
কখনো কখনো তো বিজ্ঞানের মতবাদকেও হাড় মানিয়ে দিচ্ছে।
তবে বন্ধুত্বতা বড়ই দৃঢ়। তবে বর্তমানে তাতেও দেখা দিচ্ছে বিভেদ তারপর প্রেম থেকে বহুল উত্তম।
বন্ধুত্ব যদি শ্রী মন সম্পূর্ণ মানুষের সাথে গড়ে তোলা যায় তবে কোনো বিপত্তি ঘটে না বরং তা দীর্ঘস্থায়ী ও অভিনব ওঠে প্রতিনিয়তই।
গোলাপ যেমন বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি বিশেষ জাতের মানুষ।
-রবীন্দ্রনাথ ঠাকুর
আসো বন্ধু হই, আবদ্ধ হই চিরকালের তরে।
আর প্রেমের সম্পর্কে বন্ধুত্ব আর সম্মান টিকিয়ে রাখতে পারে না অনেকেই।
তাই হয় তো সুর্বণা মোস্তফা তার অভিজ্ঞতা থেকে বলেছেন,
"বন্ধুত্ব ও সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয় না।"
সর্বোপরি, প্রেম যদি হয় এভারেস্ট তবে বন্ধুত্ব তার শীতলতা।
তাই বন্ধুত্ব পরিচর্যা করি জীবনীশক্তি বৃদ্ধি করি।
[বি. দ্র.:- জেনে রাখা ভালো, ইসলামী আইন অনুসারে বিয়ের বহিৰ্ভূত ছেলে-মেয়েদের যে কোনো সম্পৰ্ক হারাম।]
আমাদের সমাজের ও দেশের মানুষের মানসিকতায় অনেকখানী পরিবর্তন নিয়ে আসতে হবে।
আপনার যে কোনো মন্তব্য নিচে লেখতে পারেন।
ধন্যবাদ।
খুব সুন্দর লিখেছেন 🤍🤍
ReplyDelete